Monday, June 16, 2025
Latestদেশ

ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত সোরেন, জেনে নিন তাঁর সম্পর্কে বিশদে

রাঁচি: ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) কার্যনির্বাহী সভাপতি হেমন্ত সোরেনই ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন। বিজেপিকে হারিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আদিবাসী নেতা শিবু সোরেনের ছেলে হেমন্তকে মুখ্যমন্ত্রীর মসনদে বসছেন। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জোট বেধে লড়েছিল জেএমএম, কংগ্রেস ও আরএলডি।

৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় বিজেপি একাই পেয়েছে ২৫টি আসন। একক বৃহত্তম দল হিসেবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পেয়েছে ৩০টি আসন। বিজেপি বিরোধী জোট পেয়েছে ৪৭টি আসন ৷ জেএমএম ৩০টি, কংগ্রেস ১৬টি এবং আরজেডি ১টি আসন পেয়েছে। বিজেপির পাক্তন জোটসঙ্গী অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন বা আজসু জিতেছে ২টি আসন।

ঝাড়খণ্ডে এবার নয়া মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জয়ের পরে রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে বাংলা নিয়েও আলাদা করে ভাবী মুখ্যমন্ত্রী বলেন, শুধু বাংলা নয়, সবার উন্নতির চেষ্টা করব। হেমন্ত সোরেনকে জয়ের পরে টুইট করে অভিনন্দন জানিয়েছেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ।

ঝাড়খণ্ডের রামগড়ের নেমরা গ্রামে ১৯৭৫ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন হেমন্ত সোরেন। ২০০৫-এর বিধানসভা নির্বাচনে দুমকা আসন থেকে প্রথমবার ভোটে দাঁড়ান হেমন্ত। তবে প্রথম নির্বাচনে হেরে যান তিনি। ২০০৯ সালের ২৪ জুন থেকে ২০১০ সালের ৪ জানুয়ারি পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি।

২০১০ সালের সেপ্টেম্বরে অর্জুন মুণ্ডার নেতৃত্বে বিজেপি, জেএমএম, জেডিইউ, এএসজেইউ দলের জোট সরকারে উপ-মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। ২০১৩ সালে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি।