Thursday, September 19, 2024
দেশ

প্রধানমন্ত্রীকে ‘বিশ্বাসঘাতক’ বলে অপমান করলেন জিগনেশ মেবানি

পাটনা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে বরাবরই বিষোদগার করেন গুজরাটের বিধায়ক জিগনেশ মেভানি। তবে এবার কটূক্তির সব সীমাকে ছাড়িয়ে গেলেন তিনি। এবার তিনি সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গুজরাটের অভিবাসী শ্রমিকদের ওপর সম্প্রতি হামলার ঘটনায় প্রধানমন্ত্রী কেন চুপ রয়েছেন, তা নিয়ে সরব হন জিগনেশ।

বুধবার পাটনাতে এক জনসভায় জিগনেশ মেবানি নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বিশ্বাসঘাতক’ বলে অপমান করলেন। জিগনেশ বলেন, তিনি বিশ্বাসঘাতক। মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড থেকে শ্রমিকরা গুজরাটে গিয়েছেন। তাঁরা সেখানে গিয়ে রাজ্যের পরিকাঠানো উন্নয়নে সামিল হয়েছেন। তাদের পরিশ্রমের ফল আহমেদাবাদ, সুরাট, রাজকোট ও বরোদার ফ্লাইওভার। অথচ বিহার ও উত্তরপ্রদেশের শ্রমিকদের উপর ১২-১৫ দিন ধরে হামলা হল। কিন্তু বিশ্বাসঘাতক একটিও শব্দ ব্যয় করেননি।

পাটনার গান্ধী ময়দানে বামেদের আয়োজিত বিজেপি হারাও দেশ বাঁচাও ব়্যালিতে ৯ মিনিট বক্তব্য পেশ করেন জিগনেশ মেবানি। তার মধ্যে ৬ মিনিট শুধু মোদীকে ধিক্কারই জানান তিনি। কটাক্ষ ও সমালোচনায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রীকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করার আহবান জানান জনসভায় উপস্থিত সাধারণ জনতাকে।

জিগনেশের এই বক্তৃতা প্রকাশ্যে আসতেই তাঁর সমালোচনায় সরব হয়েছে রাজনৈতিক মহল। একজন যুবনেতা, যিনি পরিবর্তনের রাজনীতির কথা বলেন তাঁর মুখে এমন ভাষা শুনে অবাক এবং হতাশ হয়েছেন অনেকেই। পাশাপাশি রাজনৈতিক মহলের প্রশ্ন, জিগনেশের এই ভাষাকে কি আদৌ সমর্থণ করবেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী।