Thursday, September 19, 2024
দেশ

সতীত্ব প্রমাণে বধূর দু’হাত জ্বলন্ত কয়লায় পোড়াল শ্বশুরবাড়ির লোকজন

মথুরা: বিবাহ বহির্ভুত সম্পর্কের অভিযোগ এনে ‘সতীত্ব’ প্রমাণে পুত্রবধূর হাত পুড়িয়ে দিলেন শাশুড়ি। ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী ও শাশুড়ি পলাতক।

চলতি বছরের এপ্রিল মাসে উত্তর প্রদেশের মথুরার বাসিন্দা জয়বীরের সঙ্গে বিয়ে হয় সুমানির। ওই একই দিনেই সুমানির বোন পুষ্পার সঙ্গে বিয়ে হয় জয়বীরের ভাই যশবীরের। তবে মাত্র ছয় মাসের মধ্যেই বড় বউমাকে সন্দেহের চোখে দেখতে শুরু করন শাশুড়ি। অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে বউমার। তাই সমাধান খুঁজতে বাড়িতে ডেকে আনেন তান্ত্রিককে। সেই তান্ত্রিকের বিধান মতো বউমাকে ‘অগ্নিপরীক্ষা’ দিতে হবে বলে সরব হন সুমানির শাশুড়ি।

তান্ত্রিকের পরামর্শেই অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করান বউমাকে। গনগনে আগুনের আঁচে জোর করে গুঁজে দেওয়া হয় সুমানির দুই হাত। গুরুতর আহত অবস্থায় সুমানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন-মারধরের অভিযোগ করেছেন সুমানি। তাঁর অভিযোগ, দিন কয়েক আগেও ছুরি দিয়ে তাঁর হাত কেটে নেওয়ার চেষ্টা করেছিলেন জয়বীর। সে সময় গুরুতর আহত হয়েছিলেন সুমানি।সেবার পুলিশের কাছে অভিযোগ জানালে দুই থানা থেকে দুই পরিবারের মধ্যে তা মিটিয়ে নিতে বলা হয়।

হাত পুড়িয়ে দেওয়ার ঘটনায় শাশুড়ি এবং আরও ৬ জনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেন সুমানি। সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও সুমানির শাশুড়ি, স্বামী-সহ অভিযুক্তরা পলাতক।