Friday, May 17, 2024
রাজ্য​

তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণের ৮টি অ্যাকাউন্ট ফ্রিজ করলো সিবিআই

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোমবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে বড়ঞার তৃণমূল (TMC) বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jibankrishna Saha)। অভিযোগ, চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের থেকে কোটি কোটি টাকা জীবনকৃষ্ণ সাহা হাতিয়ে নিয়েছিলেন তিনি। এবার বিধায়কের ৮টি অ্যাকাউন্ট ফ্রিজ করল সিবিআই।

জানা গেছে, ফ্রিজ করা অ্যাকাউন্টের মধ্যে ৫টি বেসরকারি ও ৩টি সরকারি ব্যাঙ্কের। ব্যাঙ্কের সংশ্লিষ্ট শাখাকে চিঠি দিয়েছে সিবিআই। অবিলম্বে অ্যাকাউন্টগুলির লেনদেন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

জীবনকৃষ্ণর ৮টি অ্যাকাউন্টের মধ্যে ৭টি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন শাখায়। বীরভূমের সাঁইথিয়ায় বেসরকারি ব্যাঙ্কের শাখায় তাঁর একটি অ্যাকাউন্ট রয়েছে।

ব্যাঙ্কগুলির অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। জীবনকৃষ্ণর পাশাপাশি তার স্ত্রী টগরি সাহার অ্যাকাউন্টের দিকেও নজর তদন্তকারীদের।