Monday, May 20, 2024
রাজ্য​

‘জাতীয় দলের তকমা ধরে রাখতে অমিত শাহকে ৪ বার ফোন করে পায়ে ধরেছিলেন মমতা’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত সোমবার সর্বভারতীয় তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের তরফে এই ঘোষণা করা হয়। শুধু তৃণমূল কংগ্রেসই নয়, জাতীয় দলের তকমা হারিয়েছে শরদ পওয়ারের এনসিপি এবং সিপিআই দল। এবার এ প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গুরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘অমিত শাহ নাকি গুন্ডা! ত্রিপুরা, মেঘালয় আর নাগাল্যান্ডের ভোটের ফলাফল ঘোষণার পরে আমি ৩ মার্চ অভিযোগ করেছিলাম। তৃণমূলের জাতীয় দলের তকমা বাতিল করা হোক। নিয়মের বাইরে চলে গেছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যাকে কালকে গুন্ডা বলেছেন, সেই অমিত শাহ জিকে ৪ বার ফোন করে পা ধরেছে। বলে, আমার রাষ্ট্রীয় তকমাটা ২৪ পর্যন্ত রাখা যাবে না? অমিতজি বলেছেন, না রাখা যাবে না। আপনি তো ভোট পাননি। নির্বাচন কমিশন আপনার সুব্রত দাসের মতো নয়।’

উল্লেখ্য, গত সোমবার নতুন করে জাতীয় দলের তকমা পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

সর্বভারতীয় দলের তকমা বজায় রাখতে গেলে অন্তত ৩টি রাজ্যে ২% আসন থাকতে হয়। তৃণমূলের সেটা আছে ঠিকই, কিন্তু সেটা মাত্র একটি রাজ্য। এছাড়া, অন্তত চারটে রাজ্যে ন্যূনতম ৬ শতাংশ ভোট পেতে হয়। যেটা তৃণমূলের নেই।

যার ফলে এই মুহূর্তে দেশে নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক জাতীয় দল ৬টি। দলগুলি হল-

১. বিজেপি

২. ভারতীয় জাতীয় কংগ্রেস

৩. আম আদমি পার্টি

৪. বহুজন সমাজ পার্টি

৫. ন্যাশানল পিপিলস পার্টি (এনপিপি)

৬. সিপিআই(এম)