Thursday, May 2, 2024
FEATUREDদেশ

চিনকে টপকে জনসংখ্যায় শীর্ষস্থানে ভারত, জানালো রাষ্ট্রপুঞ্জ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এতদিন বিশ্বের সবথেকে জনবহুল দেশের তকমা চিনের দখলে ছিল। তবে চিনের থেকে এবার সেই তকমা ছিনিয়ে নিল ভারত। জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে গেল ভারত। এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনবহুল দেশ ভারত। বুধবার রাষ্ট্রপুঞ্জ কর্তৃক প্রকাশিত রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে।

রাষ্ট্রপুঞ্জের পপুলেশন ফান্ড (United Nations Population Fund) জানিয়েছে, চিনের থেকে প্রায় ২৮ লাখ জনসংখ্যা বেশি ভারতের।

রাষ্ট্রপুঞ্জ কর্তৃক প্রকাশিত ২০২৩ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতের জনসংখ্যা ১৪২.৮ কোটি। আর চিনের বর্তমান জনসংখ্যা ১৪২.৫ কোটি। অর্থাৎ চিনের থেকে ভারতের জনসংখ্যা প্রায় ২৮ লাখ বেশি।

রিপোর্ট অনুযায়ী, জনসংখ্যার নিরিখে চিনের পরেই তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার জনসংখ্যা ৩৪ কোটি।