Sunday, May 19, 2024
Latestদেশ

প্রতিটি BPL পরিবারের একজনকে চাকরি, ঝাড়খণ্ডে ইস্তাহারে ঘোষণা বিজেপির

রাঁচি: বুধবার ঝাড়খণ্ডে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা রবিশংকর প্রসাদ। নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় ফিরে এলে প্রত্যেক বিপিএল তালিকাভুক্ত পরিবারের থেকে অন্তত একজনকে চাকরি দেওয়া হবে।

ইস্তেহারকে বলা হচ্ছে সংকল্প পত্র। এই ইস্তেহারে বলা হয়েছে, জনগণকে দুর্নীতিমুক্ত সরকার দেওয়া হবে। এছাড়া পরিকাঠামোর উন্নয়ন, স্কিল ডেভেলপমেন্ট এবং কৃষকদের ঋণ দেওয়া হবে। পিছিয়ে পড়া ও দুঃস্থ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় এবং পঠনপাঠনের জন্য ঋণ দেওয়া হবে।


এদিন রবিশংকর প্রসাদ জানিয়েছেন, নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীরা পাবে ২,২০০ টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা পাবে ৭,৫০০ টাকার স্কলারশিপ। বিজেপিকে ফের ক্ষমতায় ফিরিয়ে আনলে যুব সম্প্রদায়ের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেল্ফ হেল্প গ্রুপ চালানোর জন্য আদিবাসী মহিলাদের ৫ লাখ টাকা ঋণ দেওয়া হবে। আগামী ৩০ নভেম্বর থেকে পাঁচ দফায় ঝাড়খণ্ডে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন।