নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে জেএনইউ-এর নামকরণ করা হোক: সুব্রহ্মণ্যম স্বামী
নয়াদিল্লি: ফি-বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, ক্যাম্পাসে বিবেকানন্দের মূর্তি ভাঙচুরের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। এবার জেএনইউ প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মমণ্যম স্বামী।
তিনি বলেন, আগামী ২ বছরের জন্য় জেএনইউ বন্ধ রাখা উচিৎ। বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিরোধীদের সরিয়ে দেওয়া হোক। এরপর নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম দিয়ে খোলা হোক এই বিশ্ববিদ্যালয়। কারণ নেতাজি জাতীয়তাবাদী ছিলেন।
সুব্রহ্মমণ্যম স্বামী বলেন, এরকম বহু শিক্ষা প্রতিষ্ঠান দেশে রয়েছে যার নাম নেহরুর নামে নামাঙ্কিত। আর ফরোয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ হলে তার ইতিবাচক প্রভাব পড়বে পড়ুয়াদের মধ্যে।
প্রসঙ্গত, জেএনইউ-তে ছাত্র বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি, ছাত্র সংগঠনের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট, ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙচুর নিয়ে গোটা দেশের প্রবল সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ।
অনেকেই মনে করছেন, নেতাজির নামে জওহরলাল বিশ্ববিদ্যালয়ের নামকরণের প্রসঙ্গ তুলে জেএনইউতে বাম ছাত্রদের বিক্ষোভকে রাজনৈতিকভাবে আক্রমণ করেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মমণ্যম স্বামী।