Monday, May 6, 2024
Latestদেশ

এবার ভরা লোকসভায় দাঁড়িয়ে নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমী’ বললেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর

নয়াদিল্লি: মহাত্মা গান্ধীর হত্যাকারীকে ফের ‘‌দেশপ্রেমী’ বলে বিতর্কে জড়ালেন ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। বুধবার লোকসভায় স্পেশাল প্রোটেকশন গ্রুপ সংশোধন বিল নিয়ে আলোচনা হচ্ছিল। সেই বিতর্কে অংশ নিয়ে ডিএমকে সাংসদ এ রাজা ‘স্পেশাল প্রোটেকশন গ্রুপ (সংশোধনী) বিল’ নিয়ে আলোচনার সময় নাথুরাম গডসের প্রসঙ্গ তোলেন। নাথুরাম গডসে গান্ধীহত্যার সপক্ষে তিনি বিবৃতিতে বলেন, কেন তিনি হত্যা করেছিলেন মহাত্মা গান্ধীকে।

রাজাকে তাঁর বক্তৃতার মাঝেই থামিয়ে দিয়ে প্রজ্ঞা ঠাকুর বলেন, আপনি এভাবে একজন দেশভক্তের উদাহরণ দিতে পারেন না!এ রাজা বলেন, নাথুরাম গডসে মহাত্মা গান্ধীর প্রতি ৩২ বছর ধরে ক্ষোভ পুষে রেখেছিলেন। এরপর তিনি সিদ্ধান্ত নেন মহাত্মা গান্ধীকে হত্যার। কারণ, গডসে একটা নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাস করেই মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন।

প্রজ্ঞা ঠাকুরের কথা শোনার পর বিরোধীরা প্রতিবাদ শুরু করেন। উত্তাল হয়ে ওঠে লোকসভা। পরিস্থিতি সামলাতে বিজেপি সাংসদরা প্রজ্ঞা ঠাকুরকে ধমক দিয়ে বসে পড়তে বলেন। কিন্তু তাতেও দমে যেতে চাননি সাধ্বী। তিনি বলেন, কাল এর জবাব দেব।

তবে এবারই প্রথম নয়, এর আগেও মহাত্মা গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন প্রজ্ঞা ঠাকুর। মহাত্মা গান্ধীর হত্যাকারীকে ‘‌দেশপ্রেমী’ বলে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাগভাজন হয়েছিলেন তিনি।