Monday, May 13, 2024
আন্তর্জাতিক

লন্ডনে তৈরি হচ্ছে সুবিশাল জগন্নাথ মন্দির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পুরী মানেই জগন্নাথ মন্দির (Jagannath Temple)। দেশ-বিদেশ থেকে ভক্তরা ছুটে আসেন ভারতে পুরীর জগন্নাথ মন্দির দর্শনের জন্য। এবার প্রবাসী ভারতীয়দের জন্য সুখবর। লন্ডনে (London) তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। ইংল্যান্ডের জগন্নাথ সোসাইটি তৈরি করছে এই মন্দির। ২০২৪ সালের মধ্যেই এই মন্দির তৈরি হয়ে যাবে বলে খবর।

জানা গেছে, প্রায় ৪০ একর জমির উপর এই মন্দির তৈরি করা হবে। জগন্নাথ সোসাইটির কোষাধ‌্যক্ষ ভক্তবৎসল পাণ্ডা জানিয়েছেন, ‘২০২২ সালের মধ্যেই মন্দির নির্মাণের জন্য আমরা জমি পেয়ে যাব। জমি পেয়ে গেলেই মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে যাবে।’

ভক্তবৎসল পাণ্ডা জানান, ‘মন্দির চত্বরে তুলসী বন তৈরি করা হবে। প্রচুর গাছ লাগানো হবে। মন্দির নির্মাণ হয়ে গেলে রথযাত্রা বের করা হবে। জগন্নাথ দেবের মাসির বাড়িও থাকবে।’

লন্ডনে জগন্নাথ দেবের মন্দির তৈরি করা হচ্ছে শুনে উৎসাহিত জগন্নাথ দেবের ভক্তরা। মন্দির নির্মাণের জন্য তহবিল গঠন করা হয়েছে। লন্ডনে জগন্নাথ দেবের মন্দির হলে প্রবাসী ভারতীয়রা জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন খুব সহজেই।