Sunday, May 5, 2024
দেশ

অ-মুসলিমদের নাগরিকত্ব, কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মুসলিম লীগ

নয়াদিল্লি: গত ২৮ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে গুজরাট, রাজস্থান, ছত্তিসগড়, হরিয়ানা, পাঞ্জাবের মোট ১৩টি জেলায় বসবাসকারী অ-মুসলিমদের (হিন্দু, শিখ, খ্রিষ্টান, জৈন এবং বৌদ্ধ) ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এবার সেই বিজ্ঞপ্তির বিরোধিতা করে মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (The Indian Union Muslim League সংক্ষেপে IUML)।

অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এদিনের এই ঘোষণার মাধ্যমে মুসলিম অধ্যুষিত দেশ থেকে নির্যাতিত হয় ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রশ্ন, কেন শুধু অ-মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে, কেন মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে না।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০১৯ সালে পাশ করা জাতীয় নাগরিকত্ব আইনের (CAA) সাথে এর কোনও সম্পর্ক নেই। ১৯৫৫ এবং ২০০৯ সালের নাগরিকত্ব আইনের আইনের অধীনে অ-মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৯ এর নাগরিকত্ব আইন পাশ করেছিল গেরুয়া শিবির। সেই আইনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। তবে বর্তমানে করোনা পরিস্থিতির জেরে সভা-সমাবেশ, জমায়েত নিষিদ্ধ। তার মধ্যেই অ-মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করলো কেন্দ্রীয় সরকার।