Wednesday, May 8, 2024
রাজ্য​

ফের রাজ্যসভায় মনোনীত হলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা: ফের রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হলেন স্বপন দাশগুপ্ত। ২০২২ সালের ২৪ এপ্রিল পর্যন্ত স্বপনবাবুকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে বিজেপি হয়ে তারকেশ্বর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন স্বপন দাশগুপ্ত। সেই সময় তাঁরর প্রার্থীপদ এবং রাজ্যসভার সদস্যপদ নিয়ে বিতর্ক ছড়িয়েছিল। যার ফলে রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন তিনি। তবে বিধানসভা ভোটে জয়লাভ করতে পারেননি তিনি। হারের একমাসের মধ্যেই তাকে ফের রাজ্যসভার সাংসদ করা হলো।

তারকেশ্বর থেকে বিজেপি প্রার্থী হওয়ার পরেই স্বপনবাবুর বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ ছিল, সংবিধান অনুযায়ী রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হওয়ার ৬ মাস পরে কোনও রাজনৈতিক দলে যোগ দিলে তাঁর সাংসদ পদ বাতিল হয়ে যায়। এরপরই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন স্বপন দাশগুপ্ত।

বিধানসভা ভোটের আগে জল্পনা ছড়িয়েছিল, বিজেপি রাজ্যে নির্বাচনে জিতলে স্বপন দাশগুপ্তকে মুখ্যমন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদে বসাতে পারে বিজেপি। হয়তো সে জন্যেই তাঁকে তারকেশ্বর থেকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির।