Saturday, May 18, 2024
দেশ

দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করলো সিআইএসসিই

নয়াদিল্লি: সিবিএসই বোর্ডের পরে এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করলো দ্য ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশন (CISCE)। বোর্ডের সচিব জেরি অ্যারাথুন জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণেই পরীক্ষা বাতিল করা হলো।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে কিনা তা নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে মোদী বলেন, সবকিছুর আগে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য এবং সুরক্ষা। এক্ষেত্রে কোনো আপোস করা হবে না।

প্রধানমন্ত্রীর বৈঠকের পরই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল বলে ঘোষণা করে সিবিএসই। কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষা বাতিলের ঘোষণার ঘণ্টাখানেক পরে সিআইএসসিই সচিব জানিয়ে দিলেন, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল।

সিআইএসসিইয়ের নির্দেশ, স্কুলগুলিকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের একাদশ শ্রেণির পরীক্ষা (২০১৯-২০) এবং চলতি শিক্ষাবর্ষের (২০২০-২১) গড় নম্বর জমা দিতে হবে। বোর্ডের সচিব চিঠি দিয়ে জানিয়েছেন, আগামী ৭ জুনের মধ্যে সেটা করতে হবে।