Sunday, May 19, 2024
Latestদেশ

ফের ইতিহাস গড়ল ইসরো, মহাকাশ থেকে সীমান্ত-সুরক্ষার জন্য নজরজদারি উপগ্রহ পাঠাল ভারত

শ্রীহরিকোটা: সীমান্তকে আরও সুরক্ষিত করতে জোরদার করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রের মোদী সরকার। মহাকাশ থেকে নজরদারি চালাতে একের পর এক নজরদারি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হচ্ছে। বুধবার দুপুর ৩.২৫ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে লঞ্চ করা হলো রিস্যাট-২বিআর১ (RISAT-2BR1) উপগ্রহটি।

পিএসএলভি-সি৪৮ (PLSV-C48) রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় এই নজরদারি স্যাটেলাইটটি। RISAT-2BR1 তৃতীয় জেনারেশনের আর্থ ইমেজিং স্যাটেলাইট। RISAT-2BR1 সহ মহাকাশে ১০টি নজরদারি উপগ্রহ পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)।


এদিন ইজরায়েল, ইতালি ও জাপানের একটি করে এবং আমেরিকার ৬ টি উপগ্রহ মহাকাশে পাঠায় ইসরো। ইসরো জানিয়েছে, PLSV-C48 রকেট প্রথমে মহাকাশে RISAT-2BR1 উপগ্রহ কক্ষপথে স্থাপন করা হয়েছে তারপরে বাকি ৯টি বিদেশি উপগ্রহ কক্ষপথে স্থাপন করা হয়েছে।


এদিন এই ১০টি নজরদারি উপগ্রহ উৎক্ষেপণের আগে তিরুমালার তিরুপতি বালাজি মন্দিরে পুজো দেন ইসরো চেয়ারম্যান কে শিবন। তিনি বলেন, এই মিশন ঐতিহাসিক। কারণ, PLSV রকেটের এটি ৫০তম উৎক্ষেপণ এবং অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে এটি ৭৫তম অভিযান।