Tuesday, May 7, 2024
Latestদেশ

রাজ্যসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল

নয়াদিল্লি: বুধবার রাজ্যসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। এর আগে সোমবার লোকসভায় পাশ হয়েছিল বিলটি। লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়ার ফলে এটি আইনে পরিণত হল। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় বিলটি পেশ করেন। এদিন দিনভর রাজ্যসভায় বিতর্ক শেষে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়ে গেল।

এদিন রাজ্যসভায় ভোটাভুটিতে অংশ নেইনি শিবসেনা। রাজ্যসভায় বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি এবং বিপক্ষে ভোট পড়েছে ১০৫টি।

সোমবার লোকসভায় বিলের পক্ষে ভোট পড়েছিল ৩১১টি এবং বিপক্ষে ভোট পড়েছিল ৮০টি। রাজ্যসভায় বিজেপি সংখ্যালঘু হওয়া সত্ত্বেও শেষ হাসি হাসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিলের পক্ষে অমিত শাহ বলেন, বিলে ৬টি ধর্মের (হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি এবং খ্রিস্টান) কথা বলা হয়েছে। কিন্তু বিরোধীরা একটি ধর্ম (ইসলাম) নিয়ে ভাবছেন। ভারত কোনও দিনই মুসলিম-মুক্ত দেশ হবে না। দেশভাগের সময় কংগ্রেস চুপ ছিল কেন? বাংলাদেশ ও পাকিস্তানে প্রতিনিয় আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। তাঁদের ভারতীয় নাগরিকত্ব দিতেই এই বিল।