প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ৮৪তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি: ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আজ, বুধবার ৮৪ বছরে পা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ‘অবিস্মরণীয় প্রাক্তন রাষ্ট্রপতি এবং রাষ্ট্রনায়ক’ হিসাবে সম্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লিখেছেন, আমাদের অবিস্মরণীয় প্রাক্তন রাষ্ট্রপতি এবং রাষ্ট্রনায়ক শ্রী প্রণব মুখোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা। তিনি আন্তরিকতার সাথে এবং দৃঢ়তার সঙ্গে ভারতের সেবা করেছেন। তাঁর বুদ্ধি, চিন্তন এবং স্মৃতিশক্তি প্রশংসিত। তাঁর দীর্ঘজীবনের জন্য প্রার্থনা করি।
Birthday greetings to our remarkable former President and statesman, Shri Pranab Mukherjee. He has served India with diligence and determination. He is widely admired across the spectrum for his intellect, wit and razor-sharp memory. Praying for his long life. @CitiznMukherjee
— Narendra Modi (@narendramodi) December 11, 2019
প্রণব মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহার শহরের নিকটস্থ মিরাটি গ্রামে। তার পিতার নাম কামদাকিঙ্কর মুখোপাধ্যায় ও মাতার নাম রাজলক্ষ্মী দেবী। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী কামদাকিঙ্কর ১৯২০ সাল থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় সদস্য ছিলেন। ব্রিটিশ শাসনকালে তিনি দশ বছর কারারুদ্ধ ছিলেন।
প্রণব মুখোপাধ্যায় সিউড়ির বিদ্যাসাগর কলেজের ছাত্র ছিলেন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের দ্বিতীয় মেয়াদ এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রথম মেয়াদে ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। চলতি বছরের শুরুর দিকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন লাভ করেন তিনি।