Friday, May 17, 2024
দেশ

চন্দ্র, সূর্যের পর এবার ‘মিশন শুক্র’, সোমনাথ মন্দিরে পুজো দিলেন ইসরো প্রধান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: চন্দ্রযান ৩, আদিত্য এল১-এর পর এবার শুক্র গ্রহে যাওয়ার পরিকল্পনা ইসরোর। ইতিমধ্যেই মিশন শুক্র নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে ইসরো। এই আবহে এবার গুজরাটের সোমনাথ মন্দিরে পুজো দিলেন ইসরো প্রধান এস সোমনাথ।


উল্লেখ্য, এবারই প্রথম নয়, এর আগেও চন্দ্রযান ৩ এবং আদিত্য এল১-এর উৎক্ষেপণের আগেও মন্দিরে পুজো দিয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা।

শুক্র গ্রহকে ঘিরে বিজ্ঞানীরা বরাবরই খুবই কৌতূহলী। পৃথিবীর থেকে ১০০ গুণ বেশি ঘন আবহাওয়া মন্ডল শুক্রের। এই গ্রহজুড়ে রয়েছে শুধুমাত্র অ্যাসিড।

প্রসঙ্গত, গত মাসেই ইতিহাস গড়ে চাঁদের দক্ষিণ মেরুতে পৃথিবীর প্রথম দেশ হিসেবে সফল অবতরণ করেছে ভারতের চন্দ্রযান ৩। এরপরে চলতি মাসেই ইসরো ভারতের প্রথম সৌর অভিযান লঞ্চ করেছে। আদিত্য এল১ সূর্যের দিকে এগোচ্ছে। গন্তব্যে পৌঁছতে আদিত্য এল১-এর লাগবে মোট ১২৫ দিন। 

প্রায় দেড় লাখ কিলোমিটার পথ অতিক্রম করে আদিত্য সান-আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পৌঁছবে। সেখান থেকেই ৫ বছর ধরে সূর্য সম্পর্ক নানা তথ্য ইসরোর বিজ্ঞানীদের পাঠাবে এই আদিত্য এল১।