Sunday, May 5, 2024
দেশ

মুম্বাইয়ে জারি হল ১৪৪ ধারা, লকডাউন না মানলেই ৬ মাসের জেল

মুম্বাই: মারণ করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় থমকে আছে গোটা দেশ। করোনার প্রকোপ থেকে বাঁচতে দেশ জুড়ে এখন লকডাউন জারি করা হয়েছে। পাশাপাশি সামাজিক দূরত্বও বজায় রাখতে বলা হয়েছে। তবুও দেখা যাচ্ছে অকারণে রাস্তায় ভিড়। পুলিশ দেখলেই ছুটে পালাচ্ছেন। করোনার টিকা আবিষ্কার না হওয়ায় আপাতত লকাডাউন ছাড়া আর কোনও উপায় নেই সরকারের হাতে। দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে মহারাষ্ট্রে। তাই মুম্বাইয়ে ১৭ মে পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মহারাষ্ট্র সরকার নির্দেশিকা জারি করেছে, সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত একমাত্র মেডিক্যাল কারণ ছাড়া কেউ বাড়ি থেকে বের হতে পারবেন না। এই সময় একমাত্র মেডিক্যাল কারণ থাকলে কেউ গাড়ি নিয়ে বের হতে পারবেন। তবে তার জন্যেও অনুমতি নিতে হবে। নিয়ম অমান্য করলেই ৬ মাসের জেল।

দেশের মধ্যে মহারাষ্ট্রের মুম্বাইয়ের অবস্থা সবচেয়ে উদ্বেগজনক। মুম্বাইয়ে এখনও পর্যন্ত আক্রান্ত ৯,৭০৯ জন। ইতিমধ্যে মুম্বাইয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৪৮ জন।

এদিকে, সোমবারে মদের দোকান খোলায় দোকানের সামনে মানুষের বিশাল লম্বা লাইন পড়ে যায়। সামাজিক দূরত্ব না মনেনেই মানুষ পাশাপাশি দাঁড়ান। ফলে ফের নতুন করে বাড়ছে সংক্রমণের আশঙ্কা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেয়ে যায় পুলিশ। টুইটে মুম্বাই পুলিশ জানিয়েছে, মদের কাউন্টারে ভিড় এড়াতে এবার স্ট্যান্ড অ্যালেন টোকেন দেওয়া হবে গ্রাহকদের। তবে তারপরেও যদি সামাজিক দূরত্বের নিয়ম না মানা হয় তাহলে এই পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।