Sunday, May 19, 2024
দেশ

‘ইসলামে বিয়ে জন্ম-জন্মান্তরের সম্পর্ক নয়, বরং একটা চুক্তি’, বিস্ফোরক ওয়াইসি

নয়াদিল্লি: লোকসভায় তিন তালাক বিলের তীব্র বিরোধিতা করে হায়দরাবাদের সাংসদ এবং AIMIM প্রধান আসাউদ্দিন ওয়াইসি বলেন, এমন আইন এনে মুসলিম মহিলাদের উপরে অত্যাচার করছেন। কেউ পুরুষের বিরুদ্ধে প্রমাণ দেবে না। গ্রেফতার করলে খোরপোষ দিতে পারবেন না স্বামী। তিন বছর বিবাহবন্ধনে আবদ্ধ থাকতে হবে স্ত্রীকে।

ওয়াইসি বলেন, ইসলামে বিয়ে জন্ম-জন্মান্তরের সম্পর্ক নয়। এটাকে তেমন বানানোর চেষ্টা করবেন না। বরং বিবাহ একটা জন্মের চুক্তি।

আসাউদ্দিনকে পাল্টা জবাব দিয়ে বিজেপি সাংসদ পুনম মহাজন বলেন, এদেশে বিবাহ পবিত্র সংস্কার। সেটা যে ধর্ম বা জাতই হোক না। সময়ের সঙ্গে সমাজ বদলে যাচ্ছে। ধর্মেও আনতে হবে।

পুনম মহাজনের কথায়, ধর্মের পরিভাষার সঙ্গে সমাজের পরিভাষা বদলে চলেছে। বিশ্ব এগিয়ে চলেছে। ধর্মেও বদল আনতে হবে। হিন্দু ধর্মেও কুপ্রথাগুলির অবসান ঘটিয়েছি আমরা। ১৯৫৬ সালে ডিভোর্স দেওয়ার অধিকার পান মহিলারা।