Friday, March 21, 2025
কলকাতা

২০ বছর আগে যুদ্ধক্ষেত্র পরিদর্শনের ছবি পোস্ট করে কার্গিল দিবসের স্মৃতিচারণ মোদীর

নয়াদিল্লি: ১৯৯৯ সালের ২৬ জুলাই, আজ থেকে ঠিক ২০ বছর আগে ভারতীয় সেনারা জয় করেছিল কার্গিল যুদ্ধ। এই দিনটিকে গর্বের সঙ্গে স্মরণ করার জন্য প্রত্যেক বছরই ২৬ জুলাই গোটা দেশ জুড়ে পালন করা হয় কার্গিল দিবস। এই দিনটির কথা স্মরণে রেখে কার্গিল বিজয় দিবসে ভারতীয় সেনাকে সেলাম জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইটারে ২০ বছর আগের ছবি পোস্ট করে মোদী লিখলেন, ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় কার্গিলে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। সেই অভিজ্ঞতার কথা আজও মনে আছে। ভারতীয় সেনা বাহিনীকে সেলাম জানাই।


মোদী জানিয়েছেন, ১৯৯৯ সালে তিনি বিজেপির হয়ে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে কাজ করতেন। মোদীর কথায়, কার্গিলে পরিদর্শন ও জওয়ানদের সঙ্গে কথোপকথন ভোলার নয়।

রাষ্ট্রপতি কোবিন্দ ট্যুইট করে লিখলেন, কার্গিলের চূড়ায় ভারতীয় সেনার জয়কে আজকে স্মরণ করার দিন। ভারতীয় সেনাকে সেলাম আমার তরফ থেকে।