Monday, May 6, 2024
দেশ

লোকসভায় পাশ তিন তালাক বিল

নয়াদিল্লি: আজ লোকসভায় পাশ হয়ে গেল তিন তালাক বিল। ২০১৭ সালে দেশের শীর্ষ আদালত তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ করে রায় দিয়েছিল। তার পরেও বন্ধ হয়নি এই প্রথা। তিন তালাক বেআইনি করতে চেয়ে বৃহস্পতিবার লোকসভায় বিল পেশ করে কেন্দ্রীয় সরকার। দিনের শেষে ভোটাভুটির পর সংসদের নিম্নকক্ষে পাশ হল তিন তালাক বিল। বিলের পক্ষে ভোট পড়েছে ৩০৩টি। বিপক্ষে পড়েছে ৮২টি ভোট।

বিশেষ একটি সম্প্রদায়ের মধ্যে অনাস্থা সৃষ্টি করবে এই বিল, এমন অভিযোগ জানিয়ে ওয়াকআউট শামিল হয় এনডিএ-র শরিক ও তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বিলটির বিরোধিতা করে এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি বলেন, স্বামী জেলে থাকলে খোরপোষ দেবেন কিভাবে। ৩ বছর জেল খাটার পর স্ত্রীকে গ্রহণ করবেন না স্বামী।

কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ ২১ জুন লোকসভায় বিলটি পেশ করে বলেছিলেন, লিঙ্গসাম্য ও ন্যায়বিচারের জন্যেই এই বিল পাশ হওয়া প্রয়োজন।

মুসলিম মহিলা (নিরাপত্তা ও বিবাহের অধিকার) বিল অনুযায়ী, মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রচলিত তাৎক্ষণিক তিন তালাক প্রথাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। দোষী সাব্যস্ত হলে তালাক দাতার তিন বছরের কারাদণ্ড হতে পারে।