Friday, May 17, 2024
আন্তর্জাতিক

নাচের ভিডিও পোস্ট করায় ইরানি দম্পতিকে ১০ বছরের জেল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাস্তায় নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় এক দম্পতিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। তাদের দুর্নীতি, পতিতাবৃত্তি ও প্রচারের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আমির মহম্মদ আহমাদী (২২) এবং আস্তিয়াজ হাকিকি (২১) নামের ওই দম্পতিকে রাজধানী তেহরানের আজাদি টাওয়ারের সামনে একে-অপরকে জড়িয়ে ধরে নাচতে দেখা যায়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্ট করায় ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার প্রায় দুই মিলিয়ন।

ওই দম্পতিকে দুই বছরের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে নারীদের হিজাব ব্যবহারের নিয়ম লঙ্ঘনের অভিযোগে মাহসা আমিনি (২২) নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়। পুলিশ হেফাজতে ওই নারীর মৃত্যু হলে ইরান জুড়ে সরকারবিরোধী ছড়িয়ে পড়ে। – দ্য গার্ডিয়ান