Thursday, May 2, 2024
দেশ

মধ্যবিত্তের বাজেট, ২০৪৭ সালের ভারত হবে সমৃদ্ধশালী ভারত: মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রীয় বাজেট ২০২৩ একটি টেকশই ভবিষ্যতের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে। পরিকাঠামো ব্যবস্থাকে আরও উন্নত করবে। ২০৪৭ সালের ভারত হবে সমৃদ্ধশালী ভারত। সরকার বাজেটে প্রযুক্তির ওপর জোর দিয়েছে। এই বাজেট সবুজায়ন, প্রবৃদ্ধি, অবকাঠামো এবং কর্মসংস্থানকে আরও উৎসাহিত করে টেকশই ভবিষ্যতের জন্য। বাজেটের ভূয়সী প্রশংসা করে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, আমরা বাজেটে প্রযুক্তি এবং নতুন অর্থনীতির দিকে মনোনিবেশ করেছি। এটি মধ্যবিত্তকে স্বস্তি দিয়েছে এবং মধ্যবিত্তের সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যাবে। ২০৪৭ সালের উন্নত ভারতের স্বপ্নকে বাস্তবায়ন করবে। মধ্যবিত্তের ক্ষমতায়নের জন্য সরকার বিগত বছরগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

মোদী বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত ভারতের স্বপ্ন পূরণের জন্য মধ্যবিত্ত একটি বিশাল শক্তি। আমাদের সরকার মধ্যবিত্তের ক্ষমতায়ন এবং জীবনযাত্রার সহজতা নিশ্চিত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আমরা কর-হার কমিয়েছি এবং সেই অনুযায়ী অনুমোদন দিয়েছি।

প্রধানমন্ত্রী মোদী বলেন, ২০১৩-১৪ সালের তুলনায় পরিকাঠামো খাতে ৪০০ শতাংশ বৃদ্ধি, ১০ লাখ কোটি টাকার বিনিয়োগে যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি হবে। অবকাঠামোতে কোটি কোটি টাকা ভারতের অগ্রগতিতে নতুন শক্তি ও গতি আনবে।