Tuesday, May 14, 2024
কলকাতা

রানিগঞ্জের আহত পুলিশকর্তা অরিন্দম দত্ত চৌধুরির অবস্থা সংকটজনক

দুর্গাপুর: রানিগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত আসানসোল-দুর্গাপুরের ডেপুটি কমিশনার অরিন্দম দত্ত চৌধুরির অবস্থা সংকটজনক। তাঁর ডান হাত বাঁচানো যাবে কি না তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

গতকাল রানিগঞ্জের সাহেববাঁধে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর খণ্ডযুদ্ধ হয়। অসমর্থিত সূত্রে খবর দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপরও হামলা হয়। বোমার আঘাতে গুরুতর জখম হন আসানসোল-দুর্গাপুরের ডেপুটি কমিশনার অরিন্দম দত্ত চৌধুরি। তাঁর ডান হাত ক্ষতিগ্রস্থ হয়েছে।

ডেপুটি কমিশনার অরিন্দম দত্ত চৌধুরিকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তৈরি করা হয় একটি মেডিকেল টিম। আজ সেই টিমের পক্ষ থেকে ডাঃ পার্থ পাল বলেন, “হাতের যে অংশ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল তা বন্ধ করা হয়েছে। হাতের যেই টিস্যুগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। তবে তাঁর হাতে সংক্রমণ না হলেই তা বাঁচানো যাবে।”

হাসপাতাল সূত্রে খবর, অরিন্দম দত্ত চৌধুরির অবস্থা ভালো নয়। তিনি এখনও ট্রমাতে আছেন। তবে রাতে ঘুমিয়েছেন। কিন্তু, তাঁর সুস্থ হতে কমপক্ষে একমাসের বেশি সময় লাগতে পারে। ডানহাতের আঙুলগুলি অক্ষত থাকলেও তা কাজ করছে না। বোমার আঘাতে হাতের শিরা ও উপশিরাগুলি নষ্ট হয়ে গেছে।