Monday, April 29, 2024
দেশ

দুই প্রাপ্তবয়স্কের বিয়েতে পঞ্চায়েতের হস্তক্ষেপ নিষিদ্ধ : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: কোনও সাবালক নারী ও পুরুষের বিয়ের বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না খাপ পঞ্চায়েত(একটি নির্দিষ্ট গোত্র বা গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী)। ওই বিয়ে বন্ধ করার কোনও অধিকারও নেই তাদের। খাপ পঞ্চায়েতের এ জাতীয় নির্দেশ পুরোপুরি বেআইনি। মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, ওই ধরনের বিয়ে ভাঙার চেষ্টা হলে শাস্তির কথাও জানাল আদালত।

শীর্ষ আদালত মন্তব্য করেছে, দুজন সাবালক নারী ও পুরুষ যখন বিয়ে করেন, তখন সেই বিয়ে বৈধ কি না, তা একমাত্র খতিয়ে দেখতে পারে দেশের সাংবিধানিক আইন।

শক্তিবাহিনী নামে এক এনজিও-র করা ওই মামলায় আদালত কেন্দ্র ও রাজ্য সরকারকে সম্মানরক্ষার জন্য হত্যা রুখতে কড়া ব্যবস্থা নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বধীন তিন সদস্যের বেঞ্চ এদিন জানিয়ে দেয়, যতদিন না কোনও আইন পাশ হচ্ছে ততদিন সুপ্রিম কোর্টের রায় মেনেই চলতে হবে।