Sunday, May 19, 2024
আন্তর্জাতিক

‘বিসমিল্লাহ’ বলে শুয়োরের মাংস খাওয়ায় টিকটকার লীনা মুখোপাধ্যায়ের ২ বছরের জেল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুয়োরের মাংস খাওয়ার আগে ইসলাম ধর্মাবলম্বীদের মতো করে প্রার্থনা করায় টিকটক তারকা লীনা মুখোপাধ্যায় নামে পরিচিত লিনা লুৎফিয়াওয়াতিকে দু’বছরের কারাদণ্ড এবং বিপুল টাকা জরিমানা করা হয়েছে।

লীনা মুখোপাধ্যায়ের টিকটকে ২ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। চলতি বছরের মার্চে ইন্দোনেশিয়ার পর্যটন হটস্পট বালিতে ভ্রমণের সময় ভিডিওটি পোস্ট করেছিলেন তিনি। ভিডিওতে তিনি ‘বিসমিল্লাহ’ (আরবীতে অর্থ ‘আল্লাহর নামে’) বলে শুয়োরের মাংস খাওয়া শুরু করেন। এরপরেই মৌলবাদীদের রোষের মুখে পড়েন তিনি।

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ায় শুয়োরের মাংস খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। লীনার বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ আনা হয়েছিল। ১৯ সেপ্টেম্বর সুমাত্রার পালেমবাংয়ের একটি আদালত তাঁকে ধর্ম এবং গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। 

৩৩ বছর বয়সী লিনাকে ধর্ম অবমাননার দায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, ১৬ হাজার ২৪৫ ডলার জরিমানা করা হয়েছে। জরিমানার দিতে ব্যর্থ হলে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের রায়ের পরে লীনা বলেন, ‘আমি ভুল করেছি, কিন্তু এই শাস্তি পাবো ভাবতে পারিনি।’