Thursday, December 12, 2024
কলকাতা

‘ভাইপোর চারতলা বাড়ি, কোথা থেকে আসে এত টাকা?’ প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। করোনায় মৃত্যু নিয়ে ক্ষতিপূরণের মামলায় বিচারপতি বলেন, ‘একজন ভাইপো আছে যার চারতলা বাড়ি। কোটি টাকার বাড়ি, কোথা থেকে আসে এত টাকা?’ তবে ভাইপো বলতে কাকে বুঝিয়েছেন বিচারপতি, তা স্পষ্ট করেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়।

২০২০ সালের ১ আগস্ট করোনায় মৃত্যু হয়েছিল উত্তর ২৪ পরগনার নালাবরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিভূতি কুমার সরকারের। স্বামীর মৃত্যুর পর স্ত্রী দীপ্তি সরকার আশা করেছিলেন তিনি কমপেনসেটরি গ্রাউন্ডে স্ত্রী চাকরি পাবেন। তবে তিনি চাকরি পাননি। বাধ্য হয়ে বিভূতি বাবুর বিধবা স্ত্রী হাইকোর্টে মামলা করেন। তাঁর দুই সন্তান রয়েছে। সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তিনি।

এই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘চোলাই মদ খেয়ে মারা গেলে ২ লাখ টাকা। তবে করোনায় মারা গেলে ক্ষতিপূরণ কত? আদেও কি কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়?’ এরপরেই ‘ভাইপো’কে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি।