Thursday, May 16, 2024
দেশ

জুনেই দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পোঁছাবে প্রায় ৪৮ কোটিতে

নয়াদিল্লি: ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সহ বিভিন্ন সংস্থার প্রকাশিত রিপোর্টে জানা গেছে ২০১৮ সালের জুন মাসের মধ্যে  ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪৭ কোটি ৮০ লাখ হয়ে যাবে। ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং KANTAR-IMRB-র যৌথ প্রয়াসে যে রিপোর্ট তৈরি হয়েছে তাতে জানানো হয়েছে, ‘ডিসেম্বর ২০১৬ থেকে ২০১৭ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বেড়েছে ১৭.২২ শতাংশ।’ কম খরচে মোবাইল ইন্টারনেট পরিষেবা প্রদানই এর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, ২০১৩ পরবর্তী সময়ে ক্রমাগত কমেছে ভয়েস কলের শুল্ক। ভিডিও চ্যাট ও ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল এর জনসাধারণে ছড়িয়ে পড়তেই কমেছে ভয়েস কলের সংখ্যা। ফলে গ্রাহকরা তুলনামূলকভাবে ইন্টারনেটের পিছনে বেশি খরচ করেন ভয়েস কলের থেকে। মীক্ষায় দেখা গেছে প্রতিবছর শহুরে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বাড়ছে ১৮.৪ শতাংশ। অন্যদিকে গত বছর গ্রামে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বছরে বেড়েছে ১৫ শতাংশের কিছু বেশি।

ভবিষ্যতে 5G পরিষেবা শুরু হওয়ার সঙ্গে যে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা আরও বাড়বে সেই নিয়েও আশা প্রকাশ করা হয়েছে এই রিপোর্টে।