Sunday, May 5, 2024
কলকাতা

‘আসানসোল-রানিগঞ্জের ঘটনার সব তথ্য চাই’, ৪ সদস্যের কমিটি গড়লেন অমিত শাহ

নয়াদিল্লি: রামনবমীর মিছিল ঘিরে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিজেপি-তৃণমূল সংঘর্ষ ঘটনা ঘটেছে। আর এই ঘটনা নিয়ে দেখাশোনা করার জন্য চার সদস্যের একটি কমিটি তৈরি করে দিলেন সর্বভারতীয় বিজেপির সভাপতি অমিত শাহ। দলীয় সূত্রে খবর, ওম মাথুর, শাহনওয়াজ হুসেন, রুপা গঙ্গোপাধ্যায় এবং বি ডি মাথুর নেতৃত্বে গঠিত এই বিজেপির ৪ সদস্যের প্রতিনিধি দল আসানসোলে পরিদর্শনে যাবেন।

বিজেপির পক্ষ অভিযোগ উঠেছিল, রামনবমীর তাঁদের কর্মীরা মিছিল নিয়ে বেরোলে, তাঁদের উপর অত্যাচার চালায় তৃণমূল কর্মীরা ৷ এমনকী কোথাও কোথাও পুলিশি অত্যাচারের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ উঠেছিল ৷ যদিও পুরো ঘটনাটি অস্বীকার করে তৃণমূল ৷ বিজেপি সূত্রে জানা গেছে, শনিবার কিংবা রবিবার অগ্নিগর্ভ এলাকায় যেতে পারেন বিজেপির কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। তবে কবে ঠিক যাওয়া হবে এলাকায় তা ঠিক গতকাল শুক্রবারই জরুরি বৈঠকে বসছিলেন অমিত শাহের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল।

রামনবমীর মিছিলে সংঘর্ষ নিয়ে সম্পূর্ন তথ্য জানতে চান অমিতা শাহ ৷ আর সেই কারণেই চার সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে ৷