Monday, April 29, 2024
দেশ

রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা বিজেপি নেতার

গোরক্ষপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমানের অভিযোগে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলা ফাস্ট ট্র্যাক কোর্টে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯, ৫০০ ধারায় মানহানির মামলা দায়র করেছেন রাজ্যের বিজেপি নেতা শালভ মনি ত্রিপাঠি। আগামী ৫ এপ্রিল সেই মামলার শুনানি। দিল্লিতে কংগ্রেসের প্লেনারি অধিবেশনের ভাষণে, দুর্নীতির প্রসঙ্গ উঠতেই নরেন্দ্র মোদী, নীরব মোদী এবং ললিত মোদীর নাম টেনে আনেন রাহুল গান্ধী। রাহুলের বক্তব্য ছিল, ”মোদী মানেই দুর্নীতিগ্রস্ত।”

ত্রিপাঠি জানিয়েছেন, প্রধানমন্ত্রী সম্বন্ধে এমন ব্যক্তিগত আক্রমণ দেশবাসীর ভাবাবেগকে আঘাত করছে, যা কোনও ভাবেই কাম্য নয়। সেই কারণেই রাহুল গান্ধীর বিরুদ্ধে দেওরিয়া আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

কংগ্রেস অবশ্য এই মামলাকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নয়। তাদের ধারণা, মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে রাহুলের মুখ বন্ধ করার চেষ্টা করছে বিজেপি। দেওরিয়ার কংগ্রেস জেলা সম্পাদক আনোয়ার হুসেন বলেন, ”আমরা দেশবাসীর কাছে দায়বদ্ধ, কোনও রকমের দুর্নীতি, অনিয়ম দেখলে ভবিষ্যতেও তাঁরা সরব হবেন।”