Sunday, May 19, 2024
দেশ

শান্তিতে বিশ্বাসী, কিন্তু সার্বভৌমত্বে আঘাত করলে পাল্টা আঘাত হানবে ভারত: মোদী

নয়াদিল্লি: ভারত কখনোই অন্যের ভূখণ্ডের ওপর নজর দেয় না, এটা তার ঐতিহ্য, তবে তার সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে পড়লে দ্বিগুণ শক্তি নিয়ে পাল্টা আঘাত হানবে। রবিবার নেতাজির আজান্দ হিন্দ সরকারের ৭৫ তম বর্ষপূর্তিতে লালকেল্লায় আয়োজিত অনুষ্ঠানে দেশবাসীকে এই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনা জওয়ানদের জন্য আগের চেয়ে উন্নত সুবিধা, পরিষেবার আয়োজন করে তাঁদের জীবন মসৃণ করার চেষ্টা চলছে বলে জানান মোদী।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সশস্ত্র বাহিনীর হাতে আরও ভাল প্রযুক্তি ও অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তুলে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। বর্তমান সরকার নিয়ন্ত্রণ রেখা টপকে সার্জিক্যাল স্ট্রাইকের মত সিদ্ধান্ত দেশের সার্বিক নিরাপত্তার কথা ভেবেই নেওয়া হয়েছিল। প্রাক্তন সমরকর্মীদের জন্য ‘এক পদ, এক পেনশন’ চালু করার মতো ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছেন মোদী।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এক পদ, এক পেনশন’ স্কিমে প্রাক্তন সেনাকর্মীদের এরিয়ার দিতে ১১০০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। সপ্তম বেতন কমিশনের কিছু সুপারিশ জুড়ে ‘এক পদ, এক পেনশন’ স্কিম অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের ‘দ্বিগুণ ফায়দা’ দেবে বলে দাবি করেন মোদী।

প্রধানমন্ত্রী বলেন, অন্য রাষ্ট্রকে আক্রমণ করা ভারতের ঐতিহ্য নয়। কিন্তু দেশের সার্বভৌমত্বকে খর্ব হয় এমন কিছু করলে কোনওভাবেই ছেড়ে কথা বলবে না ভারত। যাঁরা এই রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন সর্বদা, তাঁদেরও সতর্ক করেছেন মোদী।

নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্বপ্নের ভারতের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নেতাজি প্রতিশ্রুতি দিয়েছিলেন সব ভারতীয় সমান সুযোগ-সুবিধা পাবে। তিনি এমন একটি সমাজের স্বপ্ন দেখেছিলেন, যেখানে বাসিন্দারা নিজেদের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে গর্ববোধ করবে। তিনি ‘ডিভাইড অ্যান্ড রুল’ সমূলে উৎখাত করতে চেয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি কিন্তু বর্তমান সরকার নেতাজির স্বপ্ন পূরণ করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান মোদী।