Tuesday, May 7, 2024
দেশ

ভারত-চিন যুদ্ধের ৫৬ বছর পর অরুণাচলের জমিদাতাদের ক্ষতিপূরণ দিল মোদী সরকার

ইটানগর: ভারত-চিন যুদ্ধের ৫৬ বছর পর অরুণাচলের গ্রামবাসীদের জমির জন্য ক্ষতিপূরণ স্বরূপ ৩৮ কোটি টাকা তুলে দিল মোদী সরকার। তাদের জায়গাতেই সেনাবাহিনী বেস তৈরি করেছিল, রেখেছিল বাঙ্কার ও ব্যারাকও। ৫৬ বছর কেটে গিয়েছিল অথচ এতদিন  তাঁরা বঞ্চিতই থেকে গিয়েছিলেন। অবশেষে সেই বঞ্চনার অবসান হল। অরুণাচলপ্রদেশের গ্রামবাসীদের ৩৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিল কেন্দ্রীয় সরকার।

এদিন অরুণাচলপ্রদেশের বোমডিলায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ও অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু। পশ্চিম খেমাং জেলার গ্রামবাসীদের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। কিরেন রিজিজু বলেন, গ্রামবাসীদের হাতে ৩৭.৭৩ কোটি টাকা তুলে দেওয়া হয়েছে। এই টাকা তাঁরা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন।

১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের পর সীমান্তবর্তী অরুণাচলে জমির প্রয়োজন ছিল ভারতীয় সেনার। বাঙ্কার, বারাক, ছাউনি ও সেতু বানাতে জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু এক টাকাও দেওয়া হয়নি জমিদাতাদের। অবশেষে মোদী জমানায় তাঁরা ক্ষতিপূরণ পেলেন।

এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে কিরেন রিজু বলেন, জাতীয় স্বার্থে জমি অধিগ্রহণ করা হয়েছে। তবে ষাটের দশক থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথাই ভাবেনি কোনও সরকার। গ্রামবাসীদের ক্ষতিপূরণের অনুমোদন দেওয়ার জন্য নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণকে ধন্যবাদ।