Sunday, May 19, 2024
Latestখেলা

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

নাগপুর: তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের করা ১৭৪ রানের লক্ষ্যে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৪৪ রানে। দীপক চাহার ও শিভাম দুবের দুর্দান্ত বোলিংয়ে ৩০ রানের সহজ জয়েই ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল টিম ইন্ডিয়া। ধরে রাখলো ঘরের মাঠে চার বছর ধরে তিন ম্যাচের সিরিজে না হারার রেকর্ড।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতেই ভারতের দুই ওপেনার রোহিত শর্মা আর শিখর ধাওয়ানকে চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। টাইগারদের বোলিং দাপটে প্রথম ওভারে ভারত তুলতে পারে মাত্র ৩ রান। ৬ বলে মাত্র ২ রান করে সাজঘরের পথ ধরেন রোহিত শর্মা।

দ্বিতীয় উইকেটে সেই ধাক্কা কিছুটা সামলে দেয় ধাওয়ান আর লোকেশ রাহুল। তাঁদের ৩২ রানের জুটিটিও ভাঙেন শফিউল। ইনিংসের ষষ্ঠ ওভারে ক্যাচ আউট হন ধাওয়ান। ১৬ বলে রান করেন ১৯ রান ধাওয়ান। রাহুল ৩৩ বলেই তুলে নেন হাফসেঞ্চুরি। রাহুল ৩৫ বলে ৭ বাউন্ডারিতে করেন ৫২ রান। রিশভ পান্ত ৯ বলে মাত্র ৬ রান করে আউট হন। ৩৩ বলে ৬২ রান করে লং অফে ক্যাচ আউট হন আয়ার। মনিশ পাণ্ডে মাত্র ১৩ বলে ২২ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সৌম্য সরকার। ৪ ওভারে ২৯ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। ২টি উইকেট নেন শফিউলও। অন্যদিকে, নায়কোচিতভাবে হ্যাটট্রিক করে দলকে জিতিয়ে দিলেন চাহার। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-২০তে হ্যাটট্রিক-সহ ছয় উইকেটের মালিক চাহার।