Tuesday, June 24, 2025
Latestরাজ্য​

যারা গোতত্ত্ব বোঝেন না-তারা গাধা, ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

কলকাতা: ‘গরুর দুধে সোনা আছে’ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই বক্তব্য নিয়ে সোশ্যাল সাইটগুলোতে এই নিয়ে একের পর এক মিম ছড়িয়ে পড়েছে। গরুতে সোনা আছে বলে পোল্যান্ডের একটি গবেষণা রিপোর্ট দেখে কেউ প্রমাণ করতে তৎপর সত্যি গরুর দুধের সোনা রয়েছে। এবার সেই বিতর্কের মধ্যে ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ।

বিজেপি রাজ্য সভাপতি বলেন, যারা গরু নিয়ে ব্যাঙ্কে গোল্ড লোন নিতে যাচ্ছেন, তাঁরা গরুর থেকেও কম বোঝেন। তিনি আরও বলেন, গাধারা যেমন গরু সম্পর্কে কিছুই জানে না, তেমন অনেকেই গরু নিয়ে কিছু বোঝেন না। কেউ প্রমাণ করে দেখাক যে আমি ভুল বলেছি। আমি রোজ গরুর দুধ খাই।

সোশ্য়াল মিডিয়ায় ট্রোলের মুখেও নিজের গো-তত্ত্বেই অনড় রইলেন দিলীপবাবু। মেদিনীপুরের বিজেপি সাংসদের দাবি, কিছু লোক আছে, যাদের কথায় কেউ গুরুত্ব দেয় না। তারাই সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করার চেষ্টা করেন।

‘গরুর দুধে সোনা আছে’ তত্ব সম্পর্কে রাজনৈতিক মহলের মত, আজকের রাজনীতিতে এসব বক্তব্যই মূল্যবান। বিতর্কিত কথা আলোচনা করে সময় নষ্ট করলে আখেরে লাভ কিন্তু বিজেপিরই।