Monday, May 20, 2024
Latestদেশ

এখনই লোকসভা নির্বাচন হলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি, বলছে সমীক্ষা

নয়াদিল্লি: অর্থনীতির বেহাল দশা, সিএএ নিয়ে প্রতিবাদে উত্তাল দেশ। তবুও ইন্ডিয়া টুডে ও কারভি ইনসাইটসের সমীক্ষা বলছে, এখনই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলে এনডিএ পাবে ৩০৩টি আসন। যার মধ্যে বিজেপি একাই পেতে পারে ২৭১টি আসন। অন্যদিকে, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেতে পারে ১০৮টি আসন।

মুড অফ দ্য নেশনের জানুয়ারি ২০২০ সংস্করণ সমীক্ষা অনুযায়ী, ফের তৃতীয় বারের জন্য সরকার গড়তে মোটেও কষ্টই হবে না গেরুয়া শিবিরের। সমীক্ষা বলছে, দেশের একটা বড় অংশ মনে করে নরেন্দ্র মোদীই দেশের সেরা প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী রয়েছেন দ্বিতীয় অবস্থানে। তিন নম্বরে রয়েছেন অটল বিহারী বাজপেয়ী।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে ৩৫৩টি আসন পেয়েছিল এনডিএ। সেদিক থেকে বলতে গেলে ইন্ডিয়া টুডে ও কারভি ইনসাইটসের সমীক্ষা অনুযায়ী ৫০টি আসন হারাতে পারে এনডিএ শিবির। অন্যদিকে, ১৫টি আসন বেশি পেতে পারে ইউপিএ জোট।

সমীক্ষা বলছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ও মন্দা নিয়ে উদ্বিগ্ন ৬২ শতাংশ মানুষ। অন্যদিকে, ৩২ শতাংশ মনে করেন অর্থনীতির উন্নতি হচ্ছে, তবে তা আগের থেকে মন্থর গতিতে। ৫০ শতাংশ মনে করছেন ইউপিএ সরকারের তুলনায় মোদী সরকার ভালো কাজ করেছে। পাশাপাশি, জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল ইস্যুতে ৫৮ শতাংশ মানুষ বলছেন, মোদী সরকারের ঐতিহাসিক এই পদক্ষেপের ফলে কাশ্মীর সমস্যার সমাধান হবে।