এনকাউন্টারে খতম জইশের শীর্ষ নেতা আবু সঈফুল্লাহা
শ্রীনগর: এনকাউন্টারে খতম হল এক কুখ্যাত সন্ত্রাসবাদী। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, নিহত সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-ই-মহম্মদের শীর্ষ নেতা আবু সঈফুল্লাহা ওরফে আবু কাসিম।
পুলিশ জানিয়েছে, দেড় বছরেরও বেশি সময় ধরে অবন্তীপোরার ত্রাল ও খ্রিউ এলাকায় সক্রিয় ছিল আবু কাসিম। কুখ্যাত জইশ জঙ্গি কারি ইয়াসিরের ঘনিষ্ঠ সহযোগী ছিল সে।
গোপন সূত্রে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে অবন্তীপোরার সাতপোখরান এলাকায় তল্লাশি চালায় করে CRPF, সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। তখন সন্ত্রাসবাদীরা গুলি চালালো পালটা গুলি চালায় নিরাপত্তা রক্ষীরা। গুলিতে আহত সেপাই রাহুল রানসওয়াল ও SPO শাহবাজ আহমেদকে শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে শহিদ হন দুই জওয়ান।
J&K Police Sources on Awantipora encounter on 21 Jan:
Identity of a killed terrorist ascertained as foreign terrorist Abu Saifullaha of Jaish-e-Mohammad.He was active in Tral&Khrew area of Awantipora for over 1.5 yrs & was close associate of foreign terrorist JeM’s Qari Yasir.— ANI (@ANI) January 24, 2020
২ জওয়ান শহিদের বদলা অভিযানে খতম হল আবু কাসিম। মৃত আবু কাসিম ৩৭০ ধারা বাতিলের পর সাধারণ মানুষদের হত্যায় নিযুক্ত ছিল বলে খবর। ত্রাল এলাকায় ২৪ বছরের যুবককে সে-ই খুন বলে মনে করা হচ্ছে। এছাড়া বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত ছিল সে।