Friday, May 17, 2024
আন্তর্জাতিক

দীর্ঘ ৭৭ বছর পর পাকিস্তানে পৈত্রিক বাড়ি দেখতে গেলেন ৯৮ বছরের বৃদ্ধ, দেখুন আবেগঘন সেই ভিডিও

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীর্ঘ ৭৭ বছর পর পাকিস্তানে (Pakistan) থাকা পৈত্রিক বাড়ি দেখতে গেলেন পাঞ্জাবের (Punjab) ৯৮ বছর বয়সী বৃদ্ধ। সম্প্রতি বাবা পূরণ সিং (Baba Puran Singh) নামে ওই বৃদ্ধ দেশভাগের পর প্রথম বারের মতো ভারতের পাঞ্জাব থেকে পাকিস্তানের গুজরানওয়ালা জেলার (Gujranwala) কোট দেশরাজ গ্রামে (Kot Desraj) গিয়েছিলেন। এত বছর পরে ঘরের ছেলেকে পেয়ে রাজকীয় ভঙ্গিতে স্বাগত জানান গ্রামবাসীরা। এত বছর পর হারানো স্বজনকে ফিরে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন আনন্দে।

হৃদয়স্পর্শী সেই ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যা দেখে আবেগে ভাসছেন নেটিজেনরাও। ভিডিওতে দেখা যাচ্ছে, বাবা পূরণ সিং যখন কোট দেশরাজের সরু রাস্তা ধরে হেঁটে গ্রামে ঢুকছেন তখন প্রথমেই তাঁকে বুকে জড়িয়ে ধরে স্বাগত জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার দু’ধারে থাকা বাড়িগুলির ছাদ থেকে ফুল ছুঁড়ে পুষ্পবৃষ্টি করছেন মহিলা। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকে পুরুষরা বাবা পূরণ সিং-কে জড়িয়ে ধরে তাঁর গলায় পড়িয়ে দিচ্ছেন ফুলের মালা। কেউ কেউ আবার ঢোল বাজাচ্ছেন।

বাবা পূরণ সিং জানান, দেশভাগের আগে ২১ বছর বয়সে কোট দেশরাজের অলিগলিতে খেলে ও ঘুরে বেড়াতেন সেসব কথা। বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো সেসব রাস্তাঘাটে অনেক পরিবর্তন হয়েছে। জানান, বন্ধুদের সঙ্গে ছোটবেলাতে কী করতেন, কাকে কী নামে ডাকতেন। পুরনো অনেক মানুষ সম্পর্কে বর্তমান বাসিন্দাদের কাছ থেকে খোঁজ খবর নেন ৯৮ বছরের বৃদ্ধ।

নেটিজেনদের বেশিরভাগই ভিডিওটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। যারা দেশভাগের কারণে দেশ ছেড়েছেন তারা অনুভব করছেন নাড়ির টান।