Wednesday, May 15, 2024
দেশ

যৌথ উদ্যোগে ফাইভ জি এবং ফাইভ জি প্লাস প্রযুক্তি তৈরি করবে ভারত ও জাপান

নয়াদিল্লি: গালওয়ান সংঘর্ষের পর চিনের সঙ্গে ভারতের বাণিজ্য যুদ্ধ অব্যাহত। ইতিমধ্যেই শতাধিক চিনা অ্যাপ এবং চিনা পণ্য, টেন্ডার বাতিল করে চিনকে ভাতে মারার পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে ভারত। এবার জাপানের সঙ্গে হাত মিলিয়ে প্রযুক্তিতে চিনকে আরও কোণঠাসা করে ফেলল মোদী সরকার। যৌথ উদ্যোগে ফাইভ জি এবং ফাইভ জি প্লাসের মতো উন্নত প্রযুক্তি তৈরি করবে ভারত ও জাপান।

জানা গিয়েছে, ফাইভ জি এবং ফাইভ জি প্লাস প্রযুক্তি তৈরির জন্য কোয়াড স্ট্র্যাটেজিস ডায়ালগ সদস্য- আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইজরায়েলের সাহায্য নেবে ভারত ও জাপান। কোয়াডের বিদেশমন্ত্রীদের সঙ্গে অক্টোবরেই জাপানে একটি বৈঠক হবে। সেই বৈঠকেই ফাইভ জি ও ফাইভ জি প্লাস প্রযুক্তির তৈরির জন্যে চুক্তি সই করবে ভারত ও জাপান।

পাশাপাশি, প্রযুক্তি বিষয়ক ক্ষেত্রে (3GPP) চিনের প্রভাব কমাতে আরও বেশকিছু পরিকল্পনা হাতে নিয়েছে ভারতের। প্রযুক্তি ক্ষেত্রে চিনা কোম্পানির সঙ্গে কাজ না করার লক্ষ্য নিয়েছে মোদী সরকার।

এ বিষয়ে গত শুক্রবার জাপানের নব নিযুক্ত প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই স্ট্র্যাটেজিক ও গ্লোবাল পার্টনারশিপকে নতুন উচ্চতায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোদী-সুগা। জাপানের প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা বলেন, জাপান চায় কোয়াডকে কার্যকর করে অন্য তিন সদস্য রাষ্ট্রের সহযোগিতায় মুক্ত ও স্বাধীন ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে।