Monday, April 29, 2024
দেশ

কৃষি বিলে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি: কৃষি বিলের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত। এই বিলের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধীরা। তবে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই বিলে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন তিনটি কৃষি বিলেই অনুমোদন দিলেন তিনি। এরপরেই নয়া তিনটি আইনের বিজ্ঞপ্তিও জারি করেছে কেন্দ্রীয় সরকার।

সংখ্যাগরিষ্ঠার জেরে লোকসভায় অনায়াসেই ‘কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন বিল’, ‘কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন বিল’ এবং ‘অত্যাবশ্যকীয় পণ্য (সংশোধনী) বিল’ পাশ করিয়ে নিয়েছিল বিজেপি। এরপর গত ২০ সেপ্টেম্বর রাজ্যসভায় বিল ৩টি পেশ করার সাথে সাথেই তুমুল হই-হট্টগোল হয়। কংগ্রেসের তরফে সাথ জানানো হয়, এই বিল কৃষকদের ‘মৃত্যু পরোয়ানা’। তাঁরা এই বিলে স্বাক্ষর করবে না।

দুটি বিল সংসদের সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানান তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সিপিআইএমের কে কে রাগেশ, ডিএমকের ত্রিচি সিবা এবং কংগ্রেসের কে সি বেণুগোপাল। বিলের বিরোধিতা করতে গিয়ে সংসদ থেকে সাসপেন্ড হয়েছেন ডেরেক ও’ব্রায়েন। শনিবার এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে শিরোমণি অকালি দল।

পাঞ্জাব, হরিয়ানা-সহ দেশের বিভিন্ন স্থানে এই বিলের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ চলছে। আপত্তি সত্ত্বেও এদিন বিলে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।