Saturday, May 4, 2024
দেশ

ভারতে করোনা আক্রান্ত ৬২,৯৩৯, মৃত্যু ২,১০৯, সুস্থ হয়ে উঠেছেন ১৯,৩৫৮ জন

নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,২৭৭ জন। মৃত্যু হয়েছে ১২৮ জনের। এই নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেল। মৃত্যু ছাড়াল ২ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, রবিবার সকাল ৮ টা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ৯৩৯ জন। মোট মৃত্যু হয়েছে ২,১০৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৩৫৭ জন। ১ জন অন্যত্র চলে গিয়েছেন।

এদিকে, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যাও  বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, রবিবার সকাল ৮ টা পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭৮৬। সুস্থ হয়েছেন ৩৭২ জন। মোট মৃত্যু হয়েছে ১৭১ জনের।

গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৭২৯ জন। মারা গিয়েছেন ২ লাখ ৮০ হাজার ৪৩১ জন। এরইমধ্যে লকডাউন শিথিল করেছে স্পেন, ফ্রান্সের মতো ইউরোপের সর্বাধিক করোনা প্রভাবিত দেশগুলি। ভারতে অবশ্য দিনে দিনে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

রাজধানী দিল্লিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩৮১ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। রাজধানীতে মোট করোনা আক্রান্ত ৬,৯২৩ জন এবং মোট মৃত ৭৩ জন। দিল্লিতে সক্রিয় কেস ৪,৭৮১ ও সুস্থ হয়ে উঠেছেন ২,০৬৯ জন। মুম্বাইয়ে আক্রান্ত ২০ হাজার ২২৮ জন এবং মোট মৃতের সংখ্যা ৭৭৯ জন।