Sunday, February 9, 2025
রাজ্য​

অনুব্রত মণ্ডলকে নোটিস ধরাল আয়কর দফতর

বোলপুর: রাজ্যে মোট আট দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এখনও বাকি রয়েছে ২ দফার ভোট। আগামী ২৯ এপ্রিল বীরভূমে ভোট। তার আগেই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) জন্যে খারাপ খবর। এবার আয়কর দফতর (Income Tax Department) নোটিস ধরাল তাঁকে।

সূত্রের খবর, সম্পত্তির হিসেবনিকেশ জানতে চেয়েই এই নোটিশ পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডলকে। তবে শুধু অনুব্রতই নন, নোটিশ ধরানো হয়েছে তাঁর দুই ভাই এবং এক পরিচিতকেও। সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে বীরভূমের দাপুটে এই নেতাকে।

আয়কর দফতরের দাবি, বিভিন্ন জেলায় হিসেব বহির্ভূত সম্পত্তি রয়েছে অনুব্রতর। সেই সম্পত্তির হিসেবনিকেশ জানতেই অনুব্রত ও তাঁর আত্মীয়দের নোটিশ পাঠানো আয়কর দফতর।

এদিকে, এই ঘটনায় রাজনৈতিক অভিসন্ধিই দেখছে পাচ্ছে তৃণমূল। তাঁদের অভিযোগ, ভোটের আগে অনুব্রতকে চাপে রাখতেই এই কৌশল। ঠিক যেমনটা এষ আগে করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, পার্থ চট্টোপাধ্যায় এবং মদন মিত্রদের বেলায়।