Saturday, July 27, 2024
খেলা

ইতিহাস গড়লো ভারতের মেয়েরা, যুব বক্সিংয়ে ৭টি বিভাগের ৭টিতেই সোনা জয়

ওয়ারশ: যুব বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লো ভারতের মেয়েরা। পোল্যান্ডের কিয়েলচেয় যুব বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে (Youth World Boxing Championships 2021) সাতটি বিভাগের ফাইনালে উঠে ৭টি সোনা জয় ভারতের। এ যেন সোনা বৃষ্টি! ১০টি বিভাগের মধ্যে সাত জন ফাইনালে ওঠেন। অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে, সাত জনই সোনা জিতেছেন।

গীতিকা (৪৮ কেজি), বেবিরোজিসানা চানু (৫১ কেজি), পুনম (৫৭ কেজি), ভিঙ্কা (৬০ কেজি), অরুন্ধতী চৌধুরী (৬৯ কেজি), থোকচম সানামাচু চানু (৭৫ কেজি) ও আলফিয়া পাঠান (৮১ কেজি) বিভাগে সোনা জিতেছেন।

গীতিকা ৫-০ ব্যবধানে পোল্যান্ডের নাতালিয়া ডমিনিকাকে পরাজিত করেন। নাওরেম চানু ৫-০ ব্যবধানে রাশিয়ার ভ্যালেরিয়া লিংকোভাকে পরাজিত করেন। পুণম ৫-০ ব্যবধানে ফ্রান্সের গ্রসিকে পরাজিত করেন। কাজ়াখস্তানের জ়িলদাইজ় শায়েকমেতোভাকে হারিয়ে দেন ভিঙ্কা।

৫-০ ব্যবধানে পোল্যান্ডের বারবারাকে হারিয়ে দেন অরুন্ধতি চৌধুরী। ভারতীয় বক্সার থোকচম চানু ৩-২ ব্যবধানে পরাজিত করেন কাজ়াখস্তানের দানা দিডেকে। আলফিয়া পাঠান ৫-০ ব্যবধানে পরাজিত করেন মলদোভার দারিয়া কোজ়রেজ়কে।

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন পাঁচ ভারতীয় বক্সার। এবার পোল্যান্ডে সেই রেকর্ড টপকে গেল।