Monday, April 29, 2024
কলকাতা

খাস কলকাতার রাস্তায় মৃতদেহ আগলে ৯ ঘণ্টা সৎকারের অপেক্ষায় স্ত্রী ও মেয়ে

কলকাতা: খোদ তিলোত্তমার বুকে ধরা দিল অমানবিক ছবি। ফুটপাতে প্রায় ৯ ঘণ্টা মৃতদেহ আগলে রাখার মতো হাড়হিম করা ঘটনা সামনে এল। অভিযোগ, পথচলতি এত মানুষ, পুলিশ কেউই ফিরে তাকাননি। মর্মান্তিক এই ঘটনাটি শহরের ব্য়স্ততম পয়েন্ট রাসবিহারী মোড়ে, হাজরার দিকে যাওয়ার বাসস্ট্যান্ড। সেখানেই মৃতদেহ আগলে প্রায় ৯ ঘণ্টা সৎকারের অপেক্ষায় বসে ছিলেন স্ত্রী ও মেয়ে।

অভিযোগ, রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে বেলা, তবুও দেহ সৎকারের কাজে কেউ এগিয়ে আসেনি। জানা যায়, মৃতের নাম গঙ্গা দাস। ফুটপাতে জুতো পালিশের কাজ করতেন তিনি। পঙ্গু স্ত্রী রেণু দাস ও মেয়েকে ফুটপাতেই থাকতেন তিনি। কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন গঙ্গা।

অসুস্থতা বাড়লেও ডাক্তার দেখানোর মতো আর্থিক অবস্থা ছিল না তাঁর। তাই বিনা চিকিৎসায় বুধবার রাত ১টা নাগাদ মারা যান তিনি। সারারাত তাঁর মৃতদেহটি দেহটি কম্বলে মুড়িয়ে সৎকারের অপেক্ষায় বসে ছিলেন স্ত্রী ও মেয়ে।

বৃহস্পতিবারের সকাল গড়িয়ে বেলা হয়ে গেলেও পথচলতি কেউই সহায়তার জন্য এগিয়ে আসেননি। মৃতদেহটি সৎকারের জন্য পুলিশও যথাযথ সময় গিয়ে আসেনি বলে অভিযোগ। পরে বেলা ১১টা নাগাদ কালীঘাট থানার পুলিশ শববাহী গাড়ি নিয়ে এসে মৃতদেহটিকে তুলে নিয়ে যায়।

গঙ্গা দাসের স্ত্রী রেণু দাস জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর স্বামীর মৃত্য়ু হয়। তবে করোনা হয়েছিল কিনা নিশ্চিত নন। কারণ করানো পরীক্ষা হয়নি। অভিযোগ, মৃতদেহ শববাহী গাড়িতে তোলার সময় কোভিড প্রটোকল মানা হয়নি।