Saturday, May 18, 2024
দেশ

জল বাঁচাতে জনগণকে ৩ টি বিশেষ অনুরোধ জানালেন মোদী

নয়াদিল্লি: দেশজুড়ে চলছে প্রবল দাবদাহ, এছাড়া দেখা দিয়েছে তীব্র জলসংকটও। যার জেরে প্রায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। একাধিক রাজ্যে জলসংকটের চিত্রটি কার্যত ভয়াবহ আকার ধারণ করেছে। চেন্নাইয়ে প্রবল জল সংকটের জেরে উদ্বেগ প্রকাশ করেছেন হলিউড অভিনেতা লিওনার্দো দি ক্যাপ্রিও।

এবার জলসংকট নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিন কয়েক আগে লোকসভায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপনের প্রসঙ্গে জলসংকট নিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জলসংকটের সমস্যাটির ওপর জোড় দেওয়া দরকার। কোনো এককের প্রচেষ্টায় এই সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব নয়। এরজন্য সকলে একজোগে এগিয়ে আসার পরামর্শ দেন মোদী।

বর্তমানে চেন্নাইয়ে জলসংকটের পরিস্থিতি এতটাই শোচনীয়, সেখানে জলের অভাবে দোকানপাটও বন্ধ। এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে জল সমস্যার প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করে মোদী বলেন, প্রতি বছর বর্ষায় যে জল পাওয়া যায়, তার ৮ শতাংশ সংরক্ষণ করা যায়। কিন্তু সময় এসেছে, এ বার সর্বশক্তি দিয়ে এ সমস্যার মোকাবিলা করতে হবে।

জল সমস্যা মোকাবিলা করার জন্য ৩টি পরামর্শ দেন দেশবাসীকে।

  •  সচেতনতা। ক্রীড়া, বিনোদন, শিক্ষা জগতের মানুষ সংস্থার কাছে প্রধানমন্ত্রীর আবেদন, জল সংরক্ষণের জন্য প্রচার চালাতে তাঁরা মুখ্য ভূমিকা ভূমিকা পালন করুক।
  •  জল সংরক্ষণের প্রথাগত জ্ঞানকে আরো বেশি কাজে লাগাতে হবে।
  • কোনো ব্যক্তি বা অলাভজনক সংস্থা যদি এ বিষয়ে কাজ করে থাকে, তাদের কর্মকাণ্ড আরও বেশি করে তুলে ধরতে হবে।

মোদী বলেন, ‘জল জীবনদায়ী শক্তি।’ জল সংরক্ষণের গুরুত্ব বুঝিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানদের চিঠি লেখেন মোদী। তাঁর দাবি, দেশ জুড়ে জল সংরক্ষণ নিয়ে প্রচার চালান অধিকাংশ গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। এ দিন দ্বিতীয়বার ক্ষমতায় এসে তাঁর প্রথম মন কি বাত অনুষ্ঠান ছিল। প্রায় ৪ মাস পর এই অনুষ্ঠান হওয়ায় মোদী বলেন, ভীষণ মিস করছিলাম। এ দিন তিনি আরো বলেন, আমার আত্মবিশ্বাস নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। কিন্তু এ আত্মবিশ্বাস শুধু আমার ছিল না, ১৩০ কোটি দেশবাসীর আত্মবিশ্বাসই প্রেরণা দিয়েছিল।