Sunday, May 5, 2024
রাজ্য​

রাস্তা আটকে দুর্গাপুজো করা যাবে না, কড়া নির্দেশ নবান্নের

কলকাতা: আর মাত্র কয়েক মাস বাদেই বাঙালি মেতে উঠবে দুর্গাপুজোর আনন্দে। কিন্তু তার আগেই দুর্গাপুজো নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত জেলার থানাগুলিতে জরুরি নির্দেশ গেল নবান্ন থেকে। রাজ্যের কোথাও রাস্তা আটকে দুর্গাপুজোর প্যান্ডেল করা যাবে না। রাজ্যের সবকটি থানাকে এই মর্মে কড়া নির্দেশিকা পাঠাল নবান্ন। নির্দেশিকাতে বলা হয়েছে, মানুষের সমস্যা হতে পারে এমন কোনও কাজ করা যাবে না।

এই বিষয়টি জানিয়ে দেওয়া ইতিমধ্যেই হয়েছে প্রতিটি পুজো কমিটিকেও। তবে কেবলমাত্র কলকাতার ক্ষেত্রেই নয়, রাজ্যের সমস্ত জায়গাতেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, ক্লাবগুলি যাতে এবার রাস্তা আটকে কোনও পুজো মন্ডপ তৈরি করতে না পারে সেজন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের এই সিদ্ধান্তে যদিও ক্ষুব্ধ বহু দুর্গাপুজো কমিটি। তাঁদের বক্তব্য, দীর্ঘ কয়েকবছর ধরে আমরা এভাবেই রাস্তার উপর পুজো করেছি। তবে এবার যদি পুজো করার অনুমতি পুলিশ না দেয় তাহলে দীর্ঘদিনের পুজো বন্ধ হয়ে যাবে বলেই তাঁদের মত।

প্রশাসন সূত্রে খবর, রাস্তা আটকে পুজো করার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল নবান্নে। অভিযোগ, ঠাকুর দেখতে গিয়ে তীব্র যানজটের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। এমনকি ট্র্যাফিক সামলাতেও পুজোর সময় হিমশিম খেতে হয় পুলিশকে। তাই নবান্নের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।