Thursday, May 2, 2024
দেশ

হিন্দুত্ব, জাতীয়তাবাদ এবং সামাজিক উন্নয়ন মডেল বিজেপির মূল শক্তি: প্রশান্ত কিশোর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৪ সালের লোকসভা ভোটের আর খুব বেশি বাকি নেই। তার আগে কার্যত হাটে হাড়ি ভাঙলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানলেন, ‘২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে আটকানো সম্ভব নয়। বিরোধী ঐক্যও অবাস্তব।’

প্রশান্ত কিশোর বলেন, “বিজেপির তিনটি মূল শক্তি রয়েছে। হিন্দুত্ব জাতীয়তাবাদ এবং সামাজিক উন্নয়ন মডেল। বিজেপিকে হারাতে গেলে বিরোধীদের এর মধ্য থেকে অন্তত দুটি বিষয়ে কাজ করতে হবে।”

পাশাপাশি প্রশান্ত কিশোর আরও বলেন, “বিরোধীদের মধ্যে আদর্শগত কোনও মিল নেই। তিনি মনে করেন, আদর্শগত মিল না থাকলে তৃতীয় ফ্রন্ট গঠন করা সম্ভব নয়।”

প্রশান্ত কিশোর বলেন, “আপনি যদি বিজেপিকে চ্যালেঞ্জ করতে চান তবে আপনাকে এর শক্তিগুলি বুঝতে হবে – হিন্দুত্ব, জাতীয়তাবাদ এবং সামাজিক উন্নয়ন মডেল। এটি একটি তিন স্তরের স্তম্ভ। যদি এই স্তরগুলির মধ্যে অন্তত দুটি লঙ্ঘন করতে না পারেন তবে বিজেপিকে চ্যালেঞ্জ করতে পারবেন না।”

পিকে বলেন, “হিন্দুত্ব মতাদর্শের বিরুদ্ধে লড়াই করার জন্য মতাদর্শের একটি জোট হতে হবে। গান্ধীবাদী, আম্বেদকরবাদী, সমাজবাদী, কমিউনিস্ট…মতাদর্শ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি আদর্শের ভিত্তিতে অন্ধ বিশ্বাস রাখতে পারেন না।”

তিনি আরও বলেন, “মিডিয়ায় আপনারা বিরোধী জোটকে দল বা নেতাদের একত্রিত হওয়া হিসেবে দেখছেন। কে কার সাথে দুপুরের খাবার খাচ্ছে, কাকে চায়ের আমন্ত্রণ… কিন্তু আদর্শগত মিল না হলে জোট গঠন সম্ভব নয়। সেটা না হলে বিজেপিকে পরাজিত করা যাবে না।”