Sunday, May 5, 2024
দেশ

‘বিজেপিকে পরাজিত করা সম্ভব নয়, তৃতীয় ফ্রন্টও অবাস্তব’, বিস্ফোরক প্রশান্ত কিশোর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই ২৪ এর লোকসভা ভোট। তার আগে বোমা ফাটালেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তিনি মন্তব্য করলেন, “২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে পরাজিত করা সম্ভব নয়। তৃতীয় ফ্রন্টও অবাস্তব।”

প্রশান্ত কিশোর বলেন, “লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্য কখনই বিজেপির বিরুদ্ধে কাজ করবে না। কারণ তৃতীয় ফ্রন্টের এই পরিকল্পনা স্থিতিশীল চিন্তা নয়। দলগুলি আদর্শগতভাবে আলাদা। ফলে বিজেপিকে পরাজিত করা যাবে না।”

উল্লেখ্য, চব্বিশের ভোটে বিজেপিকে রুখতে বিজেপি বিরোধী সবগুলি দলই একজোট হওয়ার পরিকল্পনা করছে। যদিও বিজেপি ফের ক্ষমতায় ফেরার বিষয়ে আশাবাদী। তবে দেশের বিভিন্ন ছোট এবং বড় দলগুলি বিজেপি বিরোধী তৃতীয় ফ্রন্ট গঠনের কথা ভাবছে। এ প্রসঙ্গে প্রশান্ত কিশোর বলেন, “আদর্শের জোট না হলে বিজেপিকে পরাজিত করা যাবে না।”

প্রশান্ত কিশোর বলেন, ”বিরোধী ঐক্য কেবল লোকদেখানো। কেবলমাত্র কিছু রাজনৈতিক নেতা ও কিছু দলকে একত্রিত করে বিজেপিকে চ্যালেঞ্জ জানানো সম্ভব নয়। বিজেপির তিনটি শক্তি রয়েছে। হিন্দুত্ব, জাতীয়তাবাদ এবং সামাজিক উন্নয়ন মডেল। বিজেপিকে হারাতে গেলে এর মধ্যে থেকে অন্তত দুটি বিষয়ে কাজ করতে হবে বিরোধীদের।”

প্রশান্ত কিশোর আরও বলেন, “বিরোধীদের মধ্যে আদর্শগত কোনও মিল নেই। যার ফলে তাদের জোট গঠনের বিষয়টি অনিশ্চিত।”