Friday, April 19, 2024
কলকাতা

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ২ দিন ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বারবার বলা সত্বেও পশ্চিমবঙ্গ সরকারকে ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তাই এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধর্নায় বসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাজেটেও পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কোনো বরাদ্দ করা হয়নি। বাংলার বিরুদ্ধে এহেন বঞ্চনার প্রতিবাদে আগামী ২৯ ও ৩০ মার্চ আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপধ্যায়।

বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গকে বঞ্চিত ও লাঞ্চিত করছে স্বৈরতান্ত্রিক একপেশে কেন্দ্রীয় সরকার। তারই প্রতিবাদে এই ২ দিনের ধর্না।’

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘বার বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েও কোনও কাজ হয়নি। তারই প্রতিবাদে ২৯ মার্চ দুপুর থেকে ৩০ মার্চ সন্ধ্যা ধর্নায় বসবেন তিনি।’

মুখ্যমন্ত্রী বলেন, “আমি এ বিষয়ে ৬ মাস আগে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। আটকে থাকা ১.১৫ লাখ কোটি টাকা দেওয়ার জন্য বলেছিলাম। আমি অমিত শাহের সাথেও কথা বলেছি। কেন্দ্রীয় সরকারকে বেশ কয়েকটি চিঠি লিখেছিলেন। কিন্তু ইচ্ছে করেই রাজ্যের টাকা আটকে রেখেছে কেন্দ্র।”