Thursday, May 16, 2024
দেশ

হিন্দু হলে তিনি দেশভক্ত হবেনই: মোহন ভাগবত

নয়াদিল্লি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবত (RSS Chief Mohan Bhagwat) বলেছেন, হিন্দুরা বরাবরই দেশভক্ত। তাঁর কোথায়, কেউ হিন্দু হলে তিনি দেশভক্ত তিনি হবেনই। সেটাই তাঁর চরিত্র এবং প্রকৃতি। শুক্রবার ‘‌মেকিং অফ অ্যা হিন্দু প্যাট্রিয়ট: ব্যাকগ্রাউন্ড অফ গান্ধীজিস হিন্দ স্বরাজ’‌ বই প্রকাশের অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেন তিনি। এই বইটি লিখেছেন জে কে বাজাজ ও এম ডি শ্রীনিবাস।

এদিনের অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর কথা উল্লেখ করে মোহন ভাগবত বলেন, ধর্ম থেকেই দেশপ্রেমের জন্ম হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধান বলেন, তাই বলে এটা ভাবার কোন কারণ নেই যে সঙ্ঘ গান্ধীজির কথা যথার্থ প্রমাণের চেষ্টা করছে। তেমন কোনও ব্যাপার নয়। কারণ কেউ গান্ধীজীর মতে মানুষের কথা যথাযথ প্রমাণের চেষ্টা করতে পারে না। কেননা তাঁর কথা এমনিতেই যথাযথ।

সঙ্ঘ প্রধান বলেন, ‌সকল ভারতীয় দেশকে মায়ের চোখে দেখে এবং পুজো করে। ধর্ম ও দেশপ্রেম আলাদা নয়। কেননা আধ্যাত্মিকতার থেকেই দেশের প্রতি ভালবাসার জন্ম হয়। তবে ধর্ম মানে কেবল নির্দিষ্ট কোন ধর্ম নয়। তার একটি বৃহত্তর দিক রয়েছে। যদি কেউ হিন্দু হন, তাহলে সে দেশভক্ত অবশ্যই হবেন। এটাই তাঁর চরিত্রের বৈশিষ্ট্য। তবে অনেকেই সচেতন ভাবে হিন্দু হয়ে উঠতে পারে না। তাই তাঁদেরকে জাগিয়ে তোলা প্রয়োজন। তাই বলে তাঁরা কখনও দেশবিরোধী হন না। তাঁরা দেশের মানুষ, নদী, সংস্কৃতি সবকিছুকেই ভালোবাসেন।

নিয়ন ভাগবত বলেন, হিন্দুধর্ম ঐক্যে বিশ্বাস করে। তবে পার্থক্য মানে বিচ্ছিন্নতাবাদ নয়। গান্ধীজি বলেছিলেন, হিন্দুধর্ম সব ধর্মের সেরা ধর্ম।