Monday, April 29, 2024
খেলা

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মহারাজকে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল তাঁর চিকিৎসার করবেন। জানা গেছে, শনিবার সকালে বাড়িতে জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপরই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত এমার্জেন্সিতে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

সম্প্রতি জেটলির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে দিল্লি গিয়েছিলেন দাদা। সেখানে থেকে ফিরে এসে ভালোই ছিলেন। তবে হঠাৎ আজ শরীর খারাপ হয় তাঁর। প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হন তিনি। কোনওরকম ঝুকি তাঁকে হাসপাতালের আপতকালীন বিভাগে ভর্তি করা হয়। তাঁর হৃদযন্ত্রে ব্লক রয়েছে কি না, তা দেখা হচ্ছে। ইসিজি করা হয়েছে।

তবে ব্যস্ততার জন্যেই কি হঠাৎ এই শরীর খারাপ? এখনই তা বলা যাচ্ছে না। তবে জানা গিয়েছে শ্বাসকষ্ট অনুভব করেছেন সৌরভ। তাই করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কাটাও বাদ দেওয়া যাচ্ছে না। উডল্যান্ডসের এমারজেন্সি বিভাগ সেইসব খতিয়ে দেখছে। এখনও রিপোর্ট হাতে পাওয়া যায়নি। তবে আশঙ্কাজনক কিছু নেই বলে খবর।

এমার্জেন্সি থেকে তাঁকে কিছুক্ষণের মধ্যেই ওয়ার্ডে পাঠানো হবে বলে জানা গিয়েছে। তবে মহারাজের হঠাৎ এই ব্ল্যাকআউট হওয়াতে উদ্বিগ্ন চিকিৎসকরা। তবে জিম করার সময় হঠাৎ অসুস্থ হওয়াতে তাৎক্ষণিক আশঙ্কার কিছু নেই। কাজের চাপ নাকি নিউরোলজিকাল সমস্যা ?তা খতিয়ে দেখা হচ্ছে। সৌরভকে দেখার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।